১] ৩১ অক্টোবর-২০১০ থেকে বন্ধ হয়ে গেছে ডয়চে ভেলে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার। এখন থেকে শুধু এফএম এবং মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান শুনা যাবে। [২] ডয়চে ভেলে বাংলা বিভাগ ৬ অক্টোবর বুধবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করায় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম ৯৭.৬,১০৫.৪,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে পরীক্ষামূলকভাবে এফএম সম্প্রচার শুরু করে আসছিলো। >>>>> দিদারুল ইকবাল (প্রতিষ্ঠাতা সভাপতি), শহীদুল কায়সার লিমন (সাধারণ সম্পাদক), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

Saturday, May 15, 2010

DWFMLA রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ: ২১ মে-২০১০ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হবে

রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ:
২১ মে-২০১০ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হবে
ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন


“FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন” এই শ্লোগানকে সামনে রেখে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনায় আগামী ২১ মে-২০১০ তারিখ শুক্রবার বিকেল ৪টায় রংপুরে বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে। উল্লেখ্য এই সংগঠনে শুধুমাত্র রংপুর ডয়চে ভেলের এফএম তরঙ্গের আওতাধীন শ্রোতাবন্ধুরা প্রতিনিধিত্ব করতে পারবেন। আপনারা যারা রংপুর অঞ্চল থেকে এফএম এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন তারা দ্রুত বিভাগীয় আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করুন।

রংপুর বিভাগীয় যোগাযোগের ঠিকানা:
প্রফেসর মো:মোস্তাফিজুর রহমান (আহবায়ক)
চেয়ারম্যানগোয়ালো ডিএক্স রেডিও লিসেনার্স ক্লাব
পূর্ব গোয়ালো, বুড়ির হাট ফার্ম,
রংপুর- ৫৪০০।

মোবাইল: ০১৭১৫-৩৭৮৮৫৯


No comments:

Post a Comment