ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও অন্যান্য শ্রোতাবন্ধুরা
প্রিয় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুরা অবশেষে এফএম শ্রোতাদের নিয়ে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” গঠণ করা হয়েছে গতকাল ৭মে ২০১০! গতকাল বিকেল চারটায় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুরা একসাথে মিলিত হয়েছিলো ঢাকায় ধানমন্ডি লেকের পাড়। সভায় উপস্থিত ছিলেন- দিদারুল ইকবাল, শহীদুল কায়সার লিমন, এম.আলম, মিঠুন বিশ্বাস, সোহেল রানা হূদয়, একরামুল হক, রওশন আরা লাবনী, মো:গোলাম রসুল, বিপ্লব কুমার অধিকারী, মো:সাকিব, মো:রফিকুল ইসলাম, মো:জুবায়ের হোসেন, তাছলিমা আক্তার লিমা, আয়েশা বেগম, মাহাবুব রহমান এবং আরশাদুল মোমিন প্রমূখ। আলোচনা সভায় উপস্থিত ডয়চে ভেলের এফএম শ্রোতারা আলাপ আলোচনার মাধ্যমে সকলে সংগঠনের নাম “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” সমর্থন করেছেন। এই সংগঠনটি ডয়চে ভেলের এফএম সম্প্রচার সম্পর্কে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রচার প্রচারনা করবে এবং তার মাধ্যমে এফএম-এর শ্রোতা সংখ্যা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। সকলের সন্মতিতে সংগঠনের শ্লোগান নির্বাচন করা হয়েছে “FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন”। এছাড়াও অনুমোধন করা হয়েছে সংগঠনের মনোগ্রাম (লগো), ই-মেইল ঠিকানা- dwfmla@gmail.com ওয়েবসাইট ঠিকানা- www.dwfmla.blogspot.com, এবং শ্রোতাদের যোগাযোগের ঠিকানা। পরিশেষে অনুমোধন করা হয় পরিচালনা পরিষদ। ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন,
....................................................................................................
ডয়চে ভেলে এফএম শ্রোতা সংগঠন গঠণ সম্পন্ন:
সভাপতি দিদারুল ইকবাল
সভাপতি দিদারুল ইকবাল
সাধারণ সম্পাদক শহীদুল কায়সার লিমন
প্রিয় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুরা অবশেষে এফএম শ্রোতাদের নিয়ে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” গঠণ করা হয়েছে গতকাল ৭মে ২০১০! গতকাল বিকেল চারটায় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুরা একসাথে মিলিত হয়েছিলো ঢাকায় ধানমন্ডি লেকের পাড়। সভায় উপস্থিত ছিলেন- দিদারুল ইকবাল, শহীদুল কায়সার লিমন, এম.আলম, মিঠুন বিশ্বাস, সোহেল রানা হূদয়, একরামুল হক, রওশন আরা লাবনী, মো:গোলাম রসুল, বিপ্লব কুমার অধিকারী, মো:সাকিব, মো:রফিকুল ইসলাম, মো:জুবায়ের হোসেন, তাছলিমা আক্তার লিমা, আয়েশা বেগম, মাহাবুব রহমান এবং আরশাদুল মোমিন প্রমূখ। আলোচনা সভায় উপস্থিত ডয়চে ভেলের এফএম শ্রোতারা আলাপ আলোচনার মাধ্যমে সকলে সংগঠনের নাম “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” সমর্থন করেছেন। এই সংগঠনটি ডয়চে ভেলের এফএম সম্প্রচার সম্পর্কে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রচার প্রচারনা করবে এবং তার মাধ্যমে এফএম-এর শ্রোতা সংখ্যা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। সকলের সন্মতিতে সংগঠনের শ্লোগান নির্বাচন করা হয়েছে “FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন”। এছাড়াও অনুমোধন করা হয়েছে সংগঠনের মনোগ্রাম (লগো), ই-মেইল ঠিকানা- dwfmla@gmail.com ওয়েবসাইট ঠিকানা- www.dwfmla.blogspot.com, এবং শ্রোতাদের যোগাযোগের ঠিকানা। পরিশেষে অনুমোধন করা হয় পরিচালনা পরিষদ। ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন,
সভাপতি- দিদারুল ইকবাল,
সাধারণ সম্পাদক- শহীদুল কায়সার লিমন,
সাংগঠনিক সম্পাদক- মাহাবুব রহমান,
মিডিয়া সম্পাদক- তাছলিমা আক্তার লিমা এবং
অর্থ সম্পাদক- মো:রফিকুল ইসলাম
আলোচনা সভায় ডয়চে ভেলের এফএম শ্রোতাদের কমিটি গঠণ ছাড়াও ডয়চে ভেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রোতারা ডয়চে ভেলে এফএম কার্যক্রমে আসায় অনেক উৎফুল্ল। তারা ডয়চে ভেলের প্রসংশায় পঞ্চমুখ। এফএম এর শ্রোতাবন্ধুরা ডয়চে ভেলের নুরুননাহার সাত্তারের ই-মেইলে পাঠানো ডয়চে ভেলে বাংলাদেশে তার এফএম সম্প্রচারকে সুপরিচিত করে তুলতে প্রচারাভিযান শুরুর পূর্বে একটি পোস্টারের সম্ভাব্য মোটিভ হিসেবে যে ছবিটি পাঠিয়েছেন তাতে তারা একমত হয়েছেন এবং ঐ পোস্টার মোটিভের ছবিটিতে স্বাক্ষর করে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। ডয়চে ভেলের পাশা পাশি “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন”ও এফএম এর প্রচার প্রচারণায় কাজ করে যাবে। সংগঠনের পক্ষ থেকে শীঘ্রই বাংলাদেশের বিভাগীয় শহরগুলিতেও ডয়চে ভেলের এফএম এর প্রচারণায় বিভিন্ন কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিভাগীয় এফএম শ্রোতাদের সহযোগিতা ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশনের জন্য খুবি প্রয়োজন। তাই অ্যাসোসিয়েশন আশা করছে তাদের ডাকে শ্রোতাবন্ধুরা সারা দেবেন। প্রিয় শ্রোতাবন্ধুরা গতকালকেই অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ ওয়েবসাইট চালু করে দিয়েছে। এখানে আপনারা ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশ এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর বিভিন্ন ছবি ও সংবাদ, ডয়চে ভেলে এফএম কার্যক্রমের বিভিন্ন তথ্য ও ছবি দেখতে পাবেন। এছাড়াও ডয়চে ভেলে এফএম শ্রোতাদের নানা মতামত, ছবি, আলোচনা, গঠণমূলক সমালোচনা, চিন্তা চেতনা ইত্যাদি প্রকাশ করা হবে। সবাইকে ওয়েবসাইটি ভিজিট করার আমন্ত্রণ জানিয়েছে অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ।
তাছলিমা আক্তার লিমা
মিডিয়া সম্পাদক
ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন,
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর,
ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
....................................................................................................
ডয়চে ভেলে এফএম শ্রোতাদের সংগঠনের নাম, লগো এবং কমিটির অনুমোধন করছেন সভায় উপস্থিত শ্রোতাবন্ধুরা
....................................................................................................
....................................................................................................
ডয়চে ভেলে এফএম শ্রোতাদের নিয়ে সংগঠন সফল ভাবে হয়েছে জেনে ভালো লরাগছে। ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সকলকে অভিনন্দন।
ReplyDeleteনুরুল ইসলাম মেরাজ
চট্টগ্রাম, বাংলাদেশ।
This comment has been removed by the author.
ReplyDelete