ডয়চে ভেলের পোস্টার মোটিভের ছবিতে স্বাক্ষর করে শ্রোতাদের সমর্থন প্রকাশ
গত ৭মে-২০১০ তারিখে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের নিয়ে ধানমন্ডি লেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুদের মধ্যে ডয়চে ভেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রোতারা ডয়চে ভেলে এফএম কার্যক্রমে আসায় অনেক উৎফুল্ল। তারা ডয়চে ভেলের প্রসংশায় পঞ্চমুখ। এফএম এর শ্রোতাবন্ধুরা ডয়চে ভেলের নুরুননাহার সাত্তারের ই-মেইলে পাঠানো ডয়চে ভেলে বাংলাদেশে তার এফএম সম্প্রচারকে সুপরিচিত করে তুলতে প্রচারাভিযান শুরুর পূর্বে একটি পোস্টারের সম্ভাব্য মোটিভ হিসেবে যে ছবিটি পাঠিয়েছেন তাতে তারা একমত হয়েছেন এবং ঐ পোস্টার মোটিভের ছবিটিতে স্বাক্ষর করে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। ডয়চে ভেলের পাশা পাশি “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন”ও এফএম এর প্রচার প্রচারণায় কাজ করে যাবে।
No comments:
Post a Comment