১] ৩১ অক্টোবর-২০১০ থেকে বন্ধ হয়ে গেছে ডয়চে ভেলে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার। এখন থেকে শুধু এফএম এবং মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান শুনা যাবে। [২] ডয়চে ভেলে বাংলা বিভাগ ৬ অক্টোবর বুধবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করায় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম ৯৭.৬,১০৫.৪,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে পরীক্ষামূলকভাবে এফএম সম্প্রচার শুরু করে আসছিলো। >>>>> দিদারুল ইকবাল (প্রতিষ্ঠাতা সভাপতি), শহীদুল কায়সার লিমন (সাধারণ সম্পাদক), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

Saturday, May 08, 2010

ডয়চে ভেলে এফএম সম্প্রচারের পোস্টার মোটিভ


ডয়চে ভেলে এফএম সম্প্রচারের পোস্টার মোটিভ



প্রিয় বন্ধুরা,
ডয়চে ভেলে বাংলাদেশে তার এফএম সম্প্রচারকে সুপরিচিত করে তুলতে প্রচারাভিযান শুরু করতে চলেছে৷ আর সেজন্য একটি পোস্টারের সম্ভাব্য মোটিভ হিসেবে এই ছবিটি আপনাদের কেমন লাগছে জানালে আমরা উপকৃত হবো৷ এই প্রচারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের ধ্যানধারণা বা প্রস্তাবনা ৷ তবে লক্ষ্য রাখবেন মোটিভে যেন বাংলাদেশ ও জার্মানির আবহ প্রকাশ পায়৷
শুভেচ্ছাসহ,

Nurunnahar Sattar
Deutsche Welle/Bengali Department
Kurt-Schumacher-Str. 353113 Bonn
Tel. +49 228 429 41 58
Fax: +49 228 429 15 41 58
Voice-Mail: +49 228 429 16 41 58
E-Mail: Nurunnahar.Sattar@dw-world.de
Website: http://www.dw-world.de/bengali


No comments:

Post a Comment