১] ৩১ অক্টোবর-২০১০ থেকে বন্ধ হয়ে গেছে ডয়চে ভেলে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার। এখন থেকে শুধু এফএম এবং মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান শুনা যাবে। [২] ডয়চে ভেলে বাংলা বিভাগ ৬ অক্টোবর বুধবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করায় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম ৯৭.৬,১০৫.৪,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে পরীক্ষামূলকভাবে এফএম সম্প্রচার শুরু করে আসছিলো। >>>>> দিদারুল ইকবাল (প্রতিষ্ঠাতা সভাপতি), শহীদুল কায়সার লিমন (সাধারণ সম্পাদক), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

Saturday, May 15, 2010

খুলনা বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ: ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

খুলনা বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ:

ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন


“FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন” এই শ্লোগানকে সামনে রেখে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে খুলনা বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনায় শীঘ্রই খুলনা বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে। উল্লেখ্য এই সংগঠনে শুধুমাত্র খুলনা ডয়চে ভেলের এফএম তরঙ্গের আওতাধীন শ্রোতাবন্ধুরা প্রতিনিধিত্ব করতে পারবেন। আপনারা যারা খুলনা অঞ্চল থেকে এফএম এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন তারা দ্রুত বিভাগীয় আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করুন।
খুলনা বিভাগীয় যোগাযোগের ঠিকানা:

১] আরশাদ আলী বিশ্বাস (আহবায়ক)
সভাপতি
সুন্দরবন ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব
কপিলমুনি, খুলনা-৯২৮২।
মোবাইল: ০১৯১১-৬২৬২৩৩, ০১৭১৫-৪৬৭৬২৬


২] ডা:বিকাশ রঞ্জন ঘোষ (সহ-আহবায়ক)
সভাপতি
সন্ধ্যা মেমোরিয়াল রেডিও ক্লাব
কপিলমুনি, খুলনা-৯২৮২।
মোবাইল: ০১৭১৩-৯০৭৩৩৮, ০১৭১২-৯৮৫৬১৬

DWFMLA রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ: ২১ মে-২০১০ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হবে

রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ:
২১ মে-২০১০ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হবে
ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন


“FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন” এই শ্লোগানকে সামনে রেখে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনায় আগামী ২১ মে-২০১০ তারিখ শুক্রবার বিকেল ৪টায় রংপুরে বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে। উল্লেখ্য এই সংগঠনে শুধুমাত্র রংপুর ডয়চে ভেলের এফএম তরঙ্গের আওতাধীন শ্রোতাবন্ধুরা প্রতিনিধিত্ব করতে পারবেন। আপনারা যারা রংপুর অঞ্চল থেকে এফএম এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন তারা দ্রুত বিভাগীয় আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করুন।

রংপুর বিভাগীয় যোগাযোগের ঠিকানা:
প্রফেসর মো:মোস্তাফিজুর রহমান (আহবায়ক)
চেয়ারম্যানগোয়ালো ডিএক্স রেডিও লিসেনার্স ক্লাব
পূর্ব গোয়ালো, বুড়ির হাট ফার্ম,
রংপুর- ৫৪০০।

মোবাইল: ০১৭১৫-৩৭৮৮৫৯


Thursday, May 13, 2010

সিলেট বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ: ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

সিলেট বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ:

ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন” এই শ্লোগানকে সামনে রেখে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে সিলেটে বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনায় শীঘ্রই সিলেট বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে। উল্লেখ্য এই সংগঠনে শুধুমাত্র সিলেটে ডয়চে ভেলের এফএম তরঙ্গের আওতাধীন শ্রোতাবন্ধুরা প্রতিনিধিত্ব করতে পারবেন। আপনারা যারা সিলেট অঞ্চল থেকে এফএম এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন তারা দ্রুত বিভাগীয় আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করুন।

সিলেট বিভাগীয় যোগাযোগ ঠিকানা:
রোকন উদ্দিন আহমেদ (আহবায়ক)
প্রশাসনিক কর্মকর্তা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি:
মজুমদারী, সিলেট।
মোবাইল: 01716-492181,
ফোন: 0821-717026-28 Ext.- 114

ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন: বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ

ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন:

বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ

স্ব স্ব অঞ্চলের শ্রোতাবন্ধুরা দ্রুত যোগাযোগ করুন

শীঘ্রই পুর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে


প্রিয় শ্রোতা বন্ধুরা “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে শীঘ্রই বাংলাদেশের বিভাগীয় শহরগুলিতেও ডয়চে ভেলের এফএম এর প্রচারণায় বিভিন্ন কার্যক্রম শুরু করার লক্ষ্যে আহবায়ক কমিটি (বিভাগীয় শহর গুলিতে) গঠণ করা হয়েছে। স্ব স্ব অঞ্চলে আহবায়ক কমিটির মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনায় শীঘ্রই বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে। উল্লেখ্য এই সংগঠনে শুধুমাত্র ডয়চে ভেলের এফএম তরঙ্গের আওতাধীন শ্রোতাবন্ধুরা প্রতিনিধিত্ব করতে পারবেন। ইতিমধ্যে বিভাগীয় আহবায়ক কমিটিগুলিও কাজ শুরু করে দিয়েছে। এক্ষেত্রে বিভাগীয় এফএম শ্রোতাদের সহযোগিতা অ্যাসোসিয়েশনের জন্য খুবি প্রয়োজন।
আপনারা যারা চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রংপুর অঞ্চল থেকে এফএম এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন তারা দ্রুত বিভাগীয় আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করুন।

চট্টগ্রাম বিভাগ-
এম.ফোরকান (আহবায়ক)
ফতেয়াবাদ, হাটহাজারী,
চট্টগ্রাম।
মোবাইল: ০১৭৩১-৬৫২৩৫৫,

খুলনা বিভাগ-
১] আরশাদ আলী বিশ্বাস (আহবায়ক)
সভাপতি
সুন্দরবন ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব
কপিলমুনি, খুলনা।
মোবাইল: ০১৯১১-৬২৬২৩৩, ০১৭১৫-৪৬৭৬২৬, ০১৭১৬-৮৫৪৯৬১,
২] ডা:বিকাশ রঞ্জন ঘোষ (সহ আহবায়ক)
সভাপতি
সন্ধ্যে মেমোরিয়াল রেডিও লিসেনার্স ক্লাব
কপিলমুনি, খুলনা।
মোবাইল: ০১৭১৩-৯০৭৩৩৮, ০১৭১২-৯৮৫৬১৬

সিলেট বিভাগ-
রোকন উদ্দিন আহমেদ (আহবায়ক)
প্রশাসনিক কর্মকর্তা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি:
মজুমদারী, সিলেট।
মোবাইল: ০১৭১৬-৪৯২১৮১, ০৮২১-৭১৭০২৬-২৮ এক্স.- ১১৪

এবং রংপুর বিভাগ-
প্রফেসর মো:মোস্তাফিজুর রহমান (আহবায়ক)
চেয়ারম্যান
গোয়ালো ডিএক্স রেডিও লিসেনার্স ক্লাব
পূর্ব গোয়ালো, বুড়ির হাট ফার্ম,
রংপুর- ৫৪০০।
মোবাইল: ০১৭১৫-৩৭৮৮৫৯

উল্লেখ্য গত ১৪ এপ্রিল ১লা বৈশাখ বাংলা নববর্ষ-১৪১৭ এই দিন থেকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ দিয়ে যথাক্রমে ৯৭.৬, ১০৫.৪ এবং ১০৫ মেগাহার্টসে সর্ব প্রথম এফএম সম্প্রচারের যাত্রা শুরু করেছে ডয়চে ভেলে। তার প্রায় ১৬ দিন পর অর্থাৎ ১লা মে বিশ্ব শ্রমিক দিবসের দিন থেকে খুলনা, রাজশাহী ও রংপুরে যথাক্রমে ১০২, ১০৫ ও ১০৫.৪ মেগাহার্টজে ২য় বারের মত এফএম সম্প্রচার চালু করে ডয়চে ভেলে তার পরিধি বৃদ্ধি করেছে।
বাংলাদেশের ঐসকল অঞ্চল গুলিতে রয়েছে ডয়চে ভেলের অসংখ্য শ্রোতাবন্ধু। আর তাই প্রথম বারের মত ডয়চে ভেলের সেই সকল এফএম অঞ্চলের শ্রোতাদের নিয়ে গঠন করা হয়েছে একটি এফএম শ্রোতা সংগঠণ। গত ০৭ মে-২০১০ তারিখ থেকে এফএম শ্রোতাদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন”।
“FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন” এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি ডয়চে ভেলের এফএম সম্প্রচার সম্পর্কে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রচার প্রচারনা করবে এবং তার মাধ্যমে এফএম-এর শ্রোতা সংখ্যা বৃদ্ধি করতে সহযোগিতা করবে।



Saturday, May 08, 2010

DW-FM Listeners Association: ডয়চে ভেলে এফএম শ্রোতা সংগঠন গঠণ সম্পন্ন

DW-FM Listeners Association: ডয়চে ভেলে এফএম শ্রোতা সংগঠন গঠণ সম্পন্ন

ডয়চে ভেলের পোস্টার মোটিভের ছবিতে স্বাক্ষর করে শ্রোতাদের সমর্থন প্রকাশ



ডয়চে ভেলের পোস্টার মোটিভের ছবিতে স্বাক্ষর করে শ্রোতাদের সমর্থন প্রকাশ

গত ৭মে-২০১০ তারিখে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের নিয়ে ধানমন্ডি লেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুদের মধ্যে ডয়চে ভেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রোতারা ডয়চে ভেলে এফএম কার্যক্রমে আসায় অনেক উৎফুল্ল। তারা ডয়চে ভেলের প্রসংশায় পঞ্চমুখ। এফএম এর শ্রোতাবন্ধুরা ডয়চে ভেলের নুরুননাহার সাত্তারের ই-মেইলে পাঠানো ডয়চে ভেলে বাংলাদেশে তার এফএম সম্প্রচারকে সুপরিচিত করে তুলতে প্রচারাভিযান শুরুর পূর্বে একটি পোস্টারের সম্ভাব্য মোটিভ হিসেবে যে ছবিটি পাঠিয়েছেন তাতে তারা একমত হয়েছেন এবং ঐ পোস্টার মোটিভের ছবিটিতে স্বাক্ষর করে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। ডয়চে ভেলের পাশা পাশি “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন”ও এফএম এর প্রচার প্রচারণায় কাজ করে যাবে।

ডয়চে ভেলে এফএম সম্প্রচারের পোস্টার মোটিভ


ডয়চে ভেলে এফএম সম্প্রচারের পোস্টার মোটিভ



প্রিয় বন্ধুরা,
ডয়চে ভেলে বাংলাদেশে তার এফএম সম্প্রচারকে সুপরিচিত করে তুলতে প্রচারাভিযান শুরু করতে চলেছে৷ আর সেজন্য একটি পোস্টারের সম্ভাব্য মোটিভ হিসেবে এই ছবিটি আপনাদের কেমন লাগছে জানালে আমরা উপকৃত হবো৷ এই প্রচারের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের ধ্যানধারণা বা প্রস্তাবনা ৷ তবে লক্ষ্য রাখবেন মোটিভে যেন বাংলাদেশ ও জার্মানির আবহ প্রকাশ পায়৷
শুভেচ্ছাসহ,

Nurunnahar Sattar
Deutsche Welle/Bengali Department
Kurt-Schumacher-Str. 353113 Bonn
Tel. +49 228 429 41 58
Fax: +49 228 429 15 41 58
Voice-Mail: +49 228 429 16 41 58
E-Mail: Nurunnahar.Sattar@dw-world.de
Website: http://www.dw-world.de/bengali


Friday, May 07, 2010

ডয়চে ভেলে এফএম শ্রোতা সংগঠন গঠণ সম্পন্ন

ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও অন্যান্য শ্রোতাবন্ধুরা

ডয়চে ভেলে এফএম শ্রোতা সংগঠন গঠণ সম্পন্ন:

সভাপতি দিদারুল ইকবাল
সাধারণ সম্পাদক শহীদুল কায়সার লিমন


প্রিয় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুরা অবশেষে এফএম শ্রোতাদের নিয়ে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” গঠণ করা হয়েছে গতকাল ৭মে ২০১০! গতকাল বিকেল চারটায় ডয়চে ভেলের এফএম শ্রোতাবন্ধুরা একসাথে মিলিত হয়েছিলো ঢাকায় ধানমন্ডি লেকের পাড়। সভায় উপস্থিত ছিলেন- দিদারুল ইকবাল, শহীদুল কায়সার লিমন, এম.আলম, মিঠুন বিশ্বাস, সোহেল রানা হূদয়, একরামুল হক, রওশন আরা লাবনী, মো:গোলাম রসুল, বিপ্লব কুমার অধিকারী, মো:সাকিব, মো:রফিকুল ইসলাম, মো:জুবায়ের হোসেন, তাছলিমা আক্তার লিমা, আয়েশা বেগম, মাহাবুব রহমান এবং আরশাদুল মোমিন প্রমূখ। আলোচনা সভায় উপস্থিত ডয়চে ভেলের এফএম শ্রোতারা আলাপ আলোচনার মাধ্যমে সকলে সংগঠনের নাম “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” সমর্থন করেছেন। এই সংগঠনটি ডয়চে ভেলের এফএম সম্প্রচার সম্পর্কে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রচার প্রচারনা করবে এবং তার মাধ্যমে এফএম-এর শ্রোতা সংখ্যা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। সকলের সন্মতিতে সংগঠনের শ্লোগান নির্বাচন করা হয়েছে “FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন”। এছাড়াও অনুমোধন করা হয়েছে সংগঠনের মনোগ্রাম (লগো), ই-মেইল ঠিকানা- dwfmla@gmail.com ওয়েবসাইট ঠিকানা- www.dwfmla.blogspot.com, এবং শ্রোতাদের যোগাযোগের ঠিকানা। পরিশেষে অনুমোধন করা হয় পরিচালনা পরিষদ। ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন,
সভাপতি- দিদারুল ইকবাল,
সাধারণ সম্পাদক- শহীদুল কায়সার লিমন,
সাংগঠনিক সম্পাদক- মাহাবুব রহমান,
মিডিয়া সম্পাদক- তাছলিমা আক্তার লিমা এবং
অর্থ সম্পাদক- মো:রফিকুল ইসলাম
আলোচনা সভায় ডয়চে ভেলের এফএম শ্রোতাদের কমিটি গঠণ ছাড়াও ডয়চে ভেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রোতারা ডয়চে ভেলে এফএম কার্যক্রমে আসায় অনেক উৎফুল্ল। তারা ডয়চে ভেলের প্রসংশায় পঞ্চমুখ। এফএম এর শ্রোতাবন্ধুরা ডয়চে ভেলের নুরুননাহার সাত্তারের ই-মেইলে পাঠানো ডয়চে ভেলে বাংলাদেশে তার এফএম সম্প্রচারকে সুপরিচিত করে তুলতে প্রচারাভিযান শুরুর পূর্বে একটি পোস্টারের সম্ভাব্য মোটিভ হিসেবে যে ছবিটি পাঠিয়েছেন তাতে তারা একমত হয়েছেন এবং ঐ পোস্টার মোটিভের ছবিটিতে স্বাক্ষর করে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। ডয়চে ভেলের পাশা পাশি “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন”ও এফএম এর প্রচার প্রচারণায় কাজ করে যাবে। সংগঠনের পক্ষ থেকে শীঘ্রই বাংলাদেশের বিভাগীয় শহরগুলিতেও ডয়চে ভেলের এফএম এর প্রচারণায় বিভিন্ন কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিভাগীয় এফএম শ্রোতাদের সহযোগিতা ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশনের জন্য খুবি প্রয়োজন। তাই অ্যাসোসিয়েশন আশা করছে তাদের ডাকে শ্রোতাবন্ধুরা সারা দেবেন। প্রিয় শ্রোতাবন্ধুরা গতকালকেই অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ ওয়েবসাইট চালু করে দিয়েছে। এখানে আপনারা ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশ এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর বিভিন্ন ছবি ও সংবাদ, ডয়চে ভেলে এফএম কার্যক্রমের বিভিন্ন তথ্য ও ছবি দেখতে পাবেন। এছাড়াও ডয়চে ভেলে এফএম শ্রোতাদের নানা মতামত, ছবি, আলোচনা, গঠণমূলক সমালোচনা, চিন্তা চেতনা ইত্যাদি প্রকাশ করা হবে। সবাইকে ওয়েবসাইটি ভিজিট করার আমন্ত্রণ জানিয়েছে অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ।


তাছলিমা আক্তার লিমা
মিডিয়া সম্পাদক
ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন,
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর,
ঢাকা- ১২১৬, বাংলাদেশ।








....................................................................................................
ডয়চে ভেলে এফএম শ্রোতাদের সংগঠনের নাম, লগো এবং কমিটির অনুমোধন করছেন সভায় উপস্থিত শ্রোতাবন্ধুরা
....................................................................................................















....................................................................................................
ডয়চে ভেলের পাঠানো এফএম সম্প্রচারের পোস্টার মোটিভের সমর্থন জানাচ্ছেন সভায় উপস্থিত শ্রোতাবন্ধুরা
....................................................................................................















....................................................................................................
ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন
....................................................................................................