১] ৩১ অক্টোবর-২০১০ থেকে বন্ধ হয়ে গেছে ডয়চে ভেলে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার। এখন থেকে শুধু এফএম এবং মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান শুনা যাবে। [২] ডয়চে ভেলে বাংলা বিভাগ ৬ অক্টোবর বুধবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করায় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম ৯৭.৬,১০৫.৪,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে পরীক্ষামূলকভাবে এফএম সম্প্রচার শুরু করে আসছিলো। >>>>> দিদারুল ইকবাল (প্রতিষ্ঠাতা সভাপতি), শহীদুল কায়সার লিমন (সাধারণ সম্পাদক), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

Wednesday, October 06, 2010

ডয়চে ভেলে রেডিও বাংলা বিভাগের বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এফ এম সম্প্রচার শুরু

চলতি ঘটনা | 06.10.2010

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এফ এম সম্প্রচার শুরু

ডয়চে ভেলে রেডিও বাংলা বিভাগ বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে

এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করছে৷

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা , রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম তরঙ্গ যথাক্রমে ৯৭.৬,১০৫.৪ ,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ শোনা যাচ্ছে৷ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়৷ পরীক্ষামূলকভাবে এফ এম সম্প্রচার শুরু হয় গত এপ্রিল থেকে৷

বুধবার ঢাকার একটি হোটেলে এই আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডয়চে ভেলের সমন্বয়কারী সম্পাদিকা দেবারতি গুহ, সম্পাদক আব্দুল হাই, দক্ষিণ এশিয়া ডিষ্ট্রিবিউশন এক্সিকিউটিভ টোবিয়াস গ্রোটে বেভারবর্গ, জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরী প্রমূখ৷ উপস্থিত ছিলেন নগরীর বিশিষ্টজনরা৷


জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল

বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরী

ডয়চে ভেলের সমন্বয়কারী সম্পাদিকা দেবারতি গুহ

দেবারতি গুহ তাঁর বক্তৃতায় বলেন, ডয়চে ভেলে বাংলা বিভাগ এখন মাল্টিমিডিয়া৷ রেডিওতে অনুষ্ঠান শোনার পাশাপাশি তা পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে৷ তিনি জানান, এমাসের শেষ দিকে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে৷ আধুনিক প্রযুক্তি এফএম ব্যান্ডেই শ্রোতারা শুনবেন ডয়চে ভেলে৷ আর ওয়েবসাইটে তা পাবেন সব সময়৷

টোবিয়াস গ্রোটে বেভারবর্গ বলেন, বাংলাদেশে ডয়চে ভেলের বিপুল সংখ্যক শ্রোতা রয়েছেন৷ তাদের আগ্রহ আর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ডয়চে ভেলে এখন এফ এম তরঙ্গে৷ হলগার মিশায়েল বলেন, ডয়চে ভেলে বাংলাদেশ ও জার্মানির মধ্যে এক অনন্য সেতুবন্ধন৷ শামীম চৌধুরী বলেন, ডয়চে ভেলে চাইলে বাংলাদেশ বেতারের আরো বিস্তৃত এফ এম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

Sunday, September 05, 2010

ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক

ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক






পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান গ্রেহেম লুকাস সহ বাংলা বিভাগের সকল কর্মী এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল শ্রোতাবন্ধুদের ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক........।


***** দিদারুল ইকবাল, শহীদুল কায়সার লিমন, মাহবুব রহমান, তাছলিমা আক্তার লিমা, রফিকুল ইসলাম (ঢাকা), এম.ফোরকান, ওমর ফারুক চৌধুরী মহসিন (চট্টগ্রাম), রোকন উদ্দিন আহমেদ, সাইফুল আল এমরান মুক্তা (সিলেট), আরশাদ আলী বিশ্বাস, বিকাশ রঞ্জন ঘোষ (খুলনা), প্রফেসর মোস্তাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস মাষ্টার (রংপুর), হারুন-অর-রশিদ (রাজশাহী), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ী-৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ। মোবাইল: ০০৮৮-০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩, ই-মেইল: dwfmla@gmail.com ওয়েবসাইট: www. dwfmla.blogspot.com





Monday, June 14, 2010

বিশ্বকাপ ফুটবল কুইজ- ২০১০


ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত
বিশ্বকাপ ফুটবল কুইজ-২০১০
অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষনীয় ডিজিটাল রেডিও


১] বিশ্বকাপ ফুটবলে জার্মানি কতবার এবং কোন কোন সালে চ্যাম্পিয়ন হয়েছে?
২] বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কে?
৩] ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলের উদ্ধোধনী অনুষ্ঠান এবং ফাইনাল ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হয়?
৪] ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট কে পেয়েছেন?
৫] বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচ অংশগ্রহণ করেন কে এবং কতটি ম্যাচ?
৬] বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক বার রানার্স আপ হয় কোন দেশ?
৭] ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা গোল কোনটি?
৮] বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাট্টিক কে করেন?
৯] ফুটবল খেলার জন্ম কোন দেশে?
১০] ফুটবলের রাজপুত্র বলা হয় কাকে?
১১] ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করে কোন দেশ এবং অধিনায়ক কে ছিলেন?
১২] বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা কে এবং তিনি কোন দেশের?
১৩] বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোল কে করেন?
১৪] বিশ্বকাপ ফুটবলের ফাইনালে একমাত্র হ্যাট্রিককারী কে?
১৫] বিশ্বকাপ ফুটবলে ১৫০০তম গোলটি কে করেন?

প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলী:
আগামী ১১ জুলাই-২০১০ এর মধ্যে উত্তরপত্র ক্লাব ঠিকানায় এসে পৌঁছাতে হবে ই-মেইল অথবা ওয়েবসাইটের মাধ্যমেও উত্তরপত্র পাঠানো যাবে একজন একাধিক উত্তর পাঠাতে পারবেন, ফটোকপি, হাতে লেখা গ্রহণযোগ্য যতবেশি উত্তর পাঠাবেন ততবেশি পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে উত্তরদাতার নাম ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে প্রতিযোগিতা সংক্রান্ত সকল বিষয় সর্বসন্মতভাবে কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে সর্বমোট ১০ জন কে পুরস্কার দেওয়া হবে


পুরস্কার:
প্রথম পুরস্কার: ডিজিটাল রেডিও (১টি),
দ্বিতীয় পুরস্কার: এফএম রেডিও (১টি),
তৃতীয় পুরস্কার: টি-শার্ট (১টি),
সান্তনা পুরস্কার: ডয়চে ভেলে ব্যাজ/ ডয়চে ভেলে কলম/ বই (৭টি)

উত্তর পাঠাবার ঠিকানা:
ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন,
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬

ই-মেইল:
dwfmla@gmail.com,
dwfmla@yahoo.com,
dwfmla@hotmail.com


প্রতিযোগিতা সম্পর্কে জানতে হলে ফোন করুন-
০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩, ০১৯১১৭৫৮৫৩৩

এ সম্পর্কে বিস্তারিত জানতে লগইন করুন: www.dwfmla.webs.com

উত্তরদাতার নাম :.
ঠিকানা :
ফোন/ মোবাইল (যদি থাকে) :
ই-মেইল (যদি থাকে) :




Saturday, May 15, 2010

খুলনা বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ: ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

খুলনা বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ:

ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন


“FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন” এই শ্লোগানকে সামনে রেখে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে খুলনা বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনায় শীঘ্রই খুলনা বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে। উল্লেখ্য এই সংগঠনে শুধুমাত্র খুলনা ডয়চে ভেলের এফএম তরঙ্গের আওতাধীন শ্রোতাবন্ধুরা প্রতিনিধিত্ব করতে পারবেন। আপনারা যারা খুলনা অঞ্চল থেকে এফএম এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন তারা দ্রুত বিভাগীয় আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করুন।
খুলনা বিভাগীয় যোগাযোগের ঠিকানা:

১] আরশাদ আলী বিশ্বাস (আহবায়ক)
সভাপতি
সুন্দরবন ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব
কপিলমুনি, খুলনা-৯২৮২।
মোবাইল: ০১৯১১-৬২৬২৩৩, ০১৭১৫-৪৬৭৬২৬


২] ডা:বিকাশ রঞ্জন ঘোষ (সহ-আহবায়ক)
সভাপতি
সন্ধ্যা মেমোরিয়াল রেডিও ক্লাব
কপিলমুনি, খুলনা-৯২৮২।
মোবাইল: ০১৭১৩-৯০৭৩৩৮, ০১৭১২-৯৮৫৬১৬

DWFMLA রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ: ২১ মে-২০১০ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হবে

রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ:
২১ মে-২০১০ পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হবে
ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন


“FM-এ ডয়চে ভেলে শুনুন, বিশ্বকে জানুন” এই শ্লোগানকে সামনে রেখে “ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনায় আগামী ২১ মে-২০১০ তারিখ শুক্রবার বিকেল ৪টায় রংপুরে বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে। উল্লেখ্য এই সংগঠনে শুধুমাত্র রংপুর ডয়চে ভেলের এফএম তরঙ্গের আওতাধীন শ্রোতাবন্ধুরা প্রতিনিধিত্ব করতে পারবেন। আপনারা যারা রংপুর অঞ্চল থেকে এফএম এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন তারা দ্রুত বিভাগীয় আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করুন।

রংপুর বিভাগীয় যোগাযোগের ঠিকানা:
প্রফেসর মো:মোস্তাফিজুর রহমান (আহবায়ক)
চেয়ারম্যানগোয়ালো ডিএক্স রেডিও লিসেনার্স ক্লাব
পূর্ব গোয়ালো, বুড়ির হাট ফার্ম,
রংপুর- ৫৪০০।

মোবাইল: ০১৭১৫-৩৭৮৮৫৯