১] ৩১ অক্টোবর-২০১০ থেকে বন্ধ হয়ে গেছে ডয়চে ভেলে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার। এখন থেকে শুধু এফএম এবং মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান শুনা যাবে। [২] ডয়চে ভেলে বাংলা বিভাগ ৬ অক্টোবর বুধবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করায় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম ৯৭.৬,১০৫.৪,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে পরীক্ষামূলকভাবে এফএম সম্প্রচার শুরু করে আসছিলো। >>>>> দিদারুল ইকবাল (প্রতিষ্ঠাতা সভাপতি), শহীদুল কায়সার লিমন (সাধারণ সম্পাদক), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

Saturday, October 30, 2010

DW Special Quiz-2010: Grand Prize> Hero Honda- Passion Pro Motorbike & 2nd Prize> 3 DW iPod Nano (8GB) to be won

2b]
1]
2]
3]
4]
5]
6]
7]

8]

No comments:

Post a Comment