১] ৩১ অক্টোবর-২০১০ থেকে বন্ধ হয়ে গেছে ডয়চে ভেলে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার। এখন থেকে শুধু এফএম এবং মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান শুনা যাবে। [২] ডয়চে ভেলে বাংলা বিভাগ ৬ অক্টোবর বুধবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করায় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম ৯৭.৬,১০৫.৪,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে পরীক্ষামূলকভাবে এফএম সম্প্রচার শুরু করে আসছিলো। >>>>> দিদারুল ইকবাল (প্রতিষ্ঠাতা সভাপতি), শহীদুল কায়সার লিমন (সাধারণ সম্পাদক), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

Monday, June 14, 2010

বিশ্বকাপ ফুটবল কুইজ- ২০১০


ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত
বিশ্বকাপ ফুটবল কুইজ-২০১০
অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষনীয় ডিজিটাল রেডিও


১] বিশ্বকাপ ফুটবলে জার্মানি কতবার এবং কোন কোন সালে চ্যাম্পিয়ন হয়েছে?
২] বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কে?
৩] ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলের উদ্ধোধনী অনুষ্ঠান এবং ফাইনাল ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হয়?
৪] ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট কে পেয়েছেন?
৫] বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচ অংশগ্রহণ করেন কে এবং কতটি ম্যাচ?
৬] বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক বার রানার্স আপ হয় কোন দেশ?
৭] ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা গোল কোনটি?
৮] বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাট্টিক কে করেন?
৯] ফুটবল খেলার জন্ম কোন দেশে?
১০] ফুটবলের রাজপুত্র বলা হয় কাকে?
১১] ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করে কোন দেশ এবং অধিনায়ক কে ছিলেন?
১২] বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা কে এবং তিনি কোন দেশের?
১৩] বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোল কে করেন?
১৪] বিশ্বকাপ ফুটবলের ফাইনালে একমাত্র হ্যাট্রিককারী কে?
১৫] বিশ্বকাপ ফুটবলে ১৫০০তম গোলটি কে করেন?

প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলী:
আগামী ১১ জুলাই-২০১০ এর মধ্যে উত্তরপত্র ক্লাব ঠিকানায় এসে পৌঁছাতে হবে ই-মেইল অথবা ওয়েবসাইটের মাধ্যমেও উত্তরপত্র পাঠানো যাবে একজন একাধিক উত্তর পাঠাতে পারবেন, ফটোকপি, হাতে লেখা গ্রহণযোগ্য যতবেশি উত্তর পাঠাবেন ততবেশি পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে উত্তরদাতার নাম ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে প্রতিযোগিতা সংক্রান্ত সকল বিষয় সর্বসন্মতভাবে কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে সর্বমোট ১০ জন কে পুরস্কার দেওয়া হবে


পুরস্কার:
প্রথম পুরস্কার: ডিজিটাল রেডিও (১টি),
দ্বিতীয় পুরস্কার: এফএম রেডিও (১টি),
তৃতীয় পুরস্কার: টি-শার্ট (১টি),
সান্তনা পুরস্কার: ডয়চে ভেলে ব্যাজ/ ডয়চে ভেলে কলম/ বই (৭টি)

উত্তর পাঠাবার ঠিকানা:
ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন,
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬

ই-মেইল:
dwfmla@gmail.com,
dwfmla@yahoo.com,
dwfmla@hotmail.com


প্রতিযোগিতা সম্পর্কে জানতে হলে ফোন করুন-
০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩, ০১৯১১৭৫৮৫৩৩

এ সম্পর্কে বিস্তারিত জানতে লগইন করুন: www.dwfmla.webs.com

উত্তরদাতার নাম :.
ঠিকানা :
ফোন/ মোবাইল (যদি থাকে) :
ই-মেইল (যদি থাকে) :




No comments:

Post a Comment