১] ৩১ অক্টোবর-২০১০ থেকে বন্ধ হয়ে গেছে ডয়চে ভেলে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার। এখন থেকে শুধু এফএম এবং মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান শুনা যাবে। [২] ডয়চে ভেলে বাংলা বিভাগ ৬ অক্টোবর বুধবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করায় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম ৯৭.৬,১০৫.৪,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে পরীক্ষামূলকভাবে এফএম সম্প্রচার শুরু করে আসছিলো। >>>>> দিদারুল ইকবাল (প্রতিষ্ঠাতা সভাপতি), শহীদুল কায়সার লিমন (সাধারণ সম্পাদক), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

Wednesday, October 06, 2010

ডয়চে ভেলে রেডিও বাংলা বিভাগের বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এফ এম সম্প্রচার শুরু

চলতি ঘটনা | 06.10.2010

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এফ এম সম্প্রচার শুরু

ডয়চে ভেলে রেডিও বাংলা বিভাগ বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে

এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করছে৷

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা , রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম তরঙ্গ যথাক্রমে ৯৭.৬,১০৫.৪ ,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ শোনা যাচ্ছে৷ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়৷ পরীক্ষামূলকভাবে এফ এম সম্প্রচার শুরু হয় গত এপ্রিল থেকে৷

বুধবার ঢাকার একটি হোটেলে এই আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডয়চে ভেলের সমন্বয়কারী সম্পাদিকা দেবারতি গুহ, সম্পাদক আব্দুল হাই, দক্ষিণ এশিয়া ডিষ্ট্রিবিউশন এক্সিকিউটিভ টোবিয়াস গ্রোটে বেভারবর্গ, জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরী প্রমূখ৷ উপস্থিত ছিলেন নগরীর বিশিষ্টজনরা৷


জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল

বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরী

ডয়চে ভেলের সমন্বয়কারী সম্পাদিকা দেবারতি গুহ

দেবারতি গুহ তাঁর বক্তৃতায় বলেন, ডয়চে ভেলে বাংলা বিভাগ এখন মাল্টিমিডিয়া৷ রেডিওতে অনুষ্ঠান শোনার পাশাপাশি তা পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে৷ তিনি জানান, এমাসের শেষ দিকে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে৷ আধুনিক প্রযুক্তি এফএম ব্যান্ডেই শ্রোতারা শুনবেন ডয়চে ভেলে৷ আর ওয়েবসাইটে তা পাবেন সব সময়৷

টোবিয়াস গ্রোটে বেভারবর্গ বলেন, বাংলাদেশে ডয়চে ভেলের বিপুল সংখ্যক শ্রোতা রয়েছেন৷ তাদের আগ্রহ আর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ডয়চে ভেলে এখন এফ এম তরঙ্গে৷ হলগার মিশায়েল বলেন, ডয়চে ভেলে বাংলাদেশ ও জার্মানির মধ্যে এক অনন্য সেতুবন্ধন৷ শামীম চৌধুরী বলেন, ডয়চে ভেলে চাইলে বাংলাদেশ বেতারের আরো বিস্তৃত এফ এম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন