১] ৩১ অক্টোবর-২০১০ থেকে বন্ধ হয়ে গেছে ডয়চে ভেলে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার। এখন থেকে শুধু এফএম এবং মিডিয়াম ওয়েবে অনুষ্ঠান শুনা যাবে। [২] ডয়চে ভেলে বাংলা বিভাগ ৬ অক্টোবর বুধবার বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করায় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য গত ১৪ এপ্রিল থেকে ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম ৯৭.৬,১০৫.৪,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে পরীক্ষামূলকভাবে এফএম সম্প্রচার শুরু করে আসছিলো। >>>>> দিদারুল ইকবাল (প্রতিষ্ঠাতা সভাপতি), শহীদুল কায়সার লিমন (সাধারণ সম্পাদক), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন

Sunday, September 05, 2010

ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক

ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক






পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান গ্রেহেম লুকাস সহ বাংলা বিভাগের সকল কর্মী এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল শ্রোতাবন্ধুদের ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক........।


***** দিদারুল ইকবাল, শহীদুল কায়সার লিমন, মাহবুব রহমান, তাছলিমা আক্তার লিমা, রফিকুল ইসলাম (ঢাকা), এম.ফোরকান, ওমর ফারুক চৌধুরী মহসিন (চট্টগ্রাম), রোকন উদ্দিন আহমেদ, সাইফুল আল এমরান মুক্তা (সিলেট), আরশাদ আলী বিশ্বাস, বিকাশ রঞ্জন ঘোষ (খুলনা), প্রফেসর মোস্তাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস মাষ্টার (রংপুর), হারুন-অর-রশিদ (রাজশাহী), ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ী-৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ। মোবাইল: ০০৮৮-০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩, ই-মেইল: dwfmla@gmail.com ওয়েবসাইট: www. dwfmla.blogspot.com